রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় হিন্দু (সনাতন) সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম পরিচালনা কমিটি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।

২ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বড়লেখা পৌর শহরের পাখিয়ালাস্থ শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আশ্রমে গিয়ে পুনরায় আদিত্যের মহালে প্রত্যাবর্তন করে।

শোভাযাত্রায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখা সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সহ সভাপতি এপিপি গোপাল দত্ত, সুবোধ দত্ত, স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিৎ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক গীতেশ দাস, সুজিত দাস, সাংগঠনিক সম্পাদক গৌতম কিশোর গুপ্ত, পুজা পরিষদের প্রচার সম্পাদক ও সুহৃদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ডাঃ মুক্তালাল বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, গণসংযোগ সম্পাদক অচিন্ত দাস, সাংগঠনিক সম্পাদক শুভ্রত দাস শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক দোলন দেব, সুহৃদ বাংলাদেশের সহ সভাপতি সুভ্রত দত্ত, সহ সভাপতি প্রভাষক মনোতোষ দাস, কোষাধ্যক্ষ উজ্বল সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রীবাস পাল, সদস্য বাবু নিরঞ্জন বিশ্বাস, বিপুল দাস, আশুতোষ বিশ্বাস, ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক সুজিত পুরকায়াস্থ, যুগ্ম আহবায়ক সৌরভ দাস, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, রাধাকৃষ্ণ মন্দির হাটবন্দ ছাড়াও সনাতন সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি হাতে সংকীর্তন সহকারে অংশ নেয়।

শোভাযাত্রায় শেষে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হয়।