বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কাতারকে দ্বীপে পরিণত করার পরিকল্পনা সৌদি আরবের
খবর: বার্তা সংস্থা এএফপি

খবর: বার্তা সংস্থা এএফপি



বিজ্ঞাপন

প্রতিবেশী কাতারকে দ্বীপে পরিণত করতে চায় সৌদি আরব। দেশটির এক কর্মকর্তা শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, খাল খননের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সৌদি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জ্যেষ্ঠ উপদেষ্টা সৌদ আল-কাহতানি টুইটারে লিখেছেন, ‘সালওয়া আইল্যান্ড প্রকল্প বাস্তবায়নের বিস্তারিত জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ঐতিহাসিক প্রকল্প এই অঞ্চলের ভৌগোলিক গঠনই পালটে দেবে।’

খবরে বলা হয়, এই প্রকল্পের ফলে কাতার উপত্যকা সৌদি মূল ভূখ- থেকে পৃথক হয়ে যাবে। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মিশর প্রায় ১৪ মাস আগে কাতারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে। তখন থেকেই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কাতারকে দ্বীপে রূপান্তর করার পরিকল্পনা তারই সর্বশেষ নিদর্শন।

এপ্রিলে সর্বপ্রথম সৌদি আরবের সরকারপন্থী সাবক ওয়েবসাইটে খবর প্রকাশিত হয় যে, সৌদি সরকার কাতার-সীমান্তজুড়ে ৬০ কিলোমিটার দীর্ঘ ও ২০০ মিটার প্রস্থের একটি খাল খনন করতে চায়। এতে ব্যয় হবে প্রায় ৭৫ কোটি মার্কিন ডলার। খালের অংশবিশেষ ব্যবহৃত হবে পারমাণবিক বৈর্জ্য নিষ্কাশন কেন্দ্র হিসেবে। ৫টি প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নের আমন্ত্রণ জানানো হয়েছে। সেপ্টেম্বরে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষিত হবে।