ইতালির পর্যটন শহর রিমিনিতে ধর্ষণের অভিযোগে মো. মনির লাকাইয়ারা (৩৭) নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ডেনিশ বংশোদ্ভূত এক নারী পর্যটককে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে গত রোববার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। গ্রেফতারের পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গ্রেফতার মনিরের বিরুদ্ধে এ নিয়ে তিনবার যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে বিচার শেষ করে তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে তার ইতালিতে থাকার বৈধতা বাতিল করেছে আদালত। এছাড়া পুলিশের তদন্তে তার থাকার ঠিকানা (রেসিডেন্ট) ও চাকরি ভুয়া বলে প্রমাণিত হয়েছে।