রবিবার, ১২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ



বিজ্ঞাপন

 নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় প্রাণের উচ্ছ্বাস আর সুরের মুর্ছনায় বাংলা নতুন বছরকে (১৪৩১) বরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে বড়লেখা নজরুল একাডেমি।

অনুষ্ঠান শুরুর আগেই সংস্কৃতি প্রেমী মানুষের ঢল নামে নজরুল একাডেমি প্রাঙ্গণে। দিনভর অনুষ্ঠানে মধ্যে নজরুল একাডেমির শিল্পিরা গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানে নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

এতে নজরুল একাডেমির সহসভাপতি অধ্যক্ষ জহির উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, টিএনখানম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শুভাংশু শুভ্র, ডা. অন্তরা রায় পূজা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর চন্দ্র দাস, ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, আওয়ামী লীগ নেতা সুব্রত কুমার শিমুল, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, সংগীত শিক্ষক শোভন দলপতি, একাডেমির সদস্য মিকন পাল, মৃণালী, সংগীতা, দিপান্বিতা প্রমুখ।

অনুষ্ঠানে সম্প্রতি সিলেট বেতারে শিশু-কিশোর ও তরুণদের কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় একাডেমির শিক্ষার্থী প্রমী দেব নাথ, অনুরাধা দে ও প্রতিক দত্ত প্রিয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।