শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০ আগস্ট সোমবার দুপুরে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবন নির্মাণ কাজে ব্যয় হবে ৮৪ লাখ ৫৬ হাজার ১৩৪ টাকা।

এ উপলক্ষে আয়োজিত সভায় ইউপি সদস্য সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সমাজসেবক আব্দুল করিম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, ইউপি সদস্য লুৎফুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।