বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল ইসলাম লাল
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইমরুল ইসলাম লাল। ১ অক্টোবর সোমবার নব নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের প্রথম সভায় তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, অভিভাবক সদস্য ওমর উদ্দিন, বাবুল আহমেদ, সামছুল হক, বাবুল আহমদ, সাবেক কমিটির শিক্ষানুরাগী সদস্য সায়েদুল মজিদ নিকু, শিক্ষক প্রতিনিধি কৃপাসিন্ধু দাস, মাওলানা লুৎফুর রহমান, সায়মা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইমরুল ইসলাম লাল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির অভিভাবক সদ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

তৃতীয়বারের মত সভাপতি মনোনীত হওয়ায় অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।