সিলেটের গোলাপগঞ্জের পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি অসহযোগিতার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু।
তিনি ১ অক্টোবর সোমবার সন্ধ্যায় মেয়র পদে উপ-নির্বাচনের শেষ পথসভায় বক্তব্যে এ অভিযোগ করেন।
এ সময় পাপলু বলেন, গত পৌরসভা নির্বাচনেও স্থানীয় নেতাকর্মীরা আমার সাথে না থাকায় আমি পরাজিত হয়েছিলাম। আমি জানিনা আমার কি অপরাধ। বিগত দিনে আমি যদি কোন ভুল ত্রুটি করে থাকি তাহলে নিজের সন্তান ভেবে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এ মেয়র প্রার্থী আরো বলেন, বিগত সময়ে সি গ্রেডের পৌরসভাকে আমি আমার কর্ম দক্ষতার মাধ্যমে এ গ্রেডে উন্নীত করেছি। আমার বিশ্বাস বিগত দিনের এ উন্নয়নের কথা বিবেচনা করা পৌরসভার উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করবেন এ পৌরবাসী।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।
এ নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়। শূন্য পদে উপ-নির্বাচনে এবারো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাবেল।