বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার উত্তর ও দক্ষিণ শাহবাজপুরে ৪ কোটি ৫৪ লাখ টাকার চার প্রকল্পের উদ্বোধন করলেন হুইপ শাহাব উদ্দিন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একটি সড়কের পাকাকরণ কাজ, একটি সেতু ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর বুধবার প্রধান অতিথি হিসেবে এ প্রকল্প গুলোর উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

প্রকল্প গুলোর মধ্যে রয়েছে- উত্তর শাহবাজপুর ইউপি অফিস ভায়া পাল্লাতল বাজার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন। এতে ব্যয় হবে ৫৮ লাখ ৩১ হাজার টাকা। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

কাজ সম্পন্ন হওয়ায় বোয়ালী-বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবন উদ্বোধন। এতে ব্যয় হয়েছে ৭৮ লাখ ৬৯ হাজার টাকা।

লাতু-জলঢুপ সড়কের সোনাই নদীর ওপর নির্মিত ১০০ মিটার সেতু উদ্বোধন। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। এলজিইডি এ দু’টি কাজ বাস্তবায়ন করেছে।

অন্যটি হচ্ছে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন। এতে ব্যয় হয়েছে ৭১ লাখ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করেছে।

এ উপলক্ষে মুড়াউল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় মুরব্বি আব্দুল আহাদ কটুর সভাপতিত্বে ও শিক্ষক মুর্শেদুজ্জামান সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক অধীর দেব নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আজিজুর রহমান পংকু, যুবলীগ সভাপতি আশিক উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাসির উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন আক্তার।

অন্যদিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী-বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউপি সদস্য সেলিম আহমদ খান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী ও রাহেন পারভেজ রিপন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক ও জ্যেষ্ঠ সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক জাকের আহমদ প্রমুখ।