শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ক্যালিফোর্নিয়ায় ৫ জনকে গুলি করে বন্দুকধারীর আত্মহত্যা
খবর: বিবিসি

খবর: বিবিসি



বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাকার্সফিল্ড শহরে পৃথক তিনটি ঘটনায় এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। সর্বশেষ বন্দুকধারী আত্মহত্যা করেন। নিহতদের মধ্যে বন্দুকধারীর স্ত্রীও রয়েছেন। তিনটি ঘটনার সাথে যোগসূত্র থাকতে পারে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, বন্দকুধারী প্রথমে দুই ব্যক্তি ও তার নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করেন। পরে ওই ব্যক্তি আরেক জায়গায় গিয়ে আরও দুইজনকে হত্যা করেন। পরে এক নারী ও শিশুসহ গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের মুখোমুখি হলে গুলিতে আত্মহত্যা করেন। এ সময় ওই নারী ও শিশু পালিয়ে যেতে সক্ষম হয়।

কার্ন কাউন্টি শহরের শেরিফ বিভাগের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে বন্দুকধারী এক ব্যক্তি ও তার নিজের স্ত্রীকে হত্যা করে। এসময় ঘটনাস্থলে একজন পৌঁছালে তাকেও হত্যা করেন ওই ব্যক্তি। সর্বশেষ তিনি আত্মহত্যা করেন।

হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।