রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কাতারের নাগরিকদের হজ করতে দিচ্ছে না সৌদি আরব
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সৌদি আরবের সঙ্গে কাতারের দ্বন্দ্বের কারণে দেশটির হজ পালনে ইচ্ছুক মানুষদের এই আবশ্যিক ধর্মীয় বিধান পালন করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে কাতার।

‘এই বছর কাতারের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের হজে যাওয়ার আর কোনো সুযোগ নেই’ বার্তা সংস্থা এএফপিকে বলেন একজন সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, ‘কাতারের হজযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন বন্ধ আছে এবং কোনো কূটনৈতিক মিশন না থাকায় কাতারের বাসিন্দারা কোনো ভিসা পাচ্ছেন না।’

গত একবছরেরও বেশি সময় ধরে কাতার ও সৌদি আরব রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে আছে। সৌদি আরব কাতারের রাজধানী দোহা থেকে সব বিমান ফ্লাইট নিষিদ্ধ করেছে।

তবে, সৌদি আরব কাতারের হজ যাত্রীদের স্বাগত জানায় এবং তাদের পবিত্র স্থানসমূহে যাতায়াতে বাধা দেয়ার কথা অস্বীকার করে গত সপ্তাহে।

কাতারের কর্মকর্তারা বলছেন, দুই দেশের সীমান্ত, কূটনৈতিক মিশন এবং বিমান চলাচল বন্ধ থাকায় কার্যত কাতারের কোনো লোক হজ পালনে যেতে পারছেন না।

কাতার ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দিচ্ছে এবং সৌদি আরবের পুরনো প্রতিপক্ষ ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এই অভিযোগে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো জুন ২০১৭ সাল থেকে কাতারের ওপর অবরোধ আরোপ করে।

হজ পালন এই অবরোধের আওতার বাইরে থাকলেও কাতারের অনেক হজ যাত্রী অভিযোগ করেন, সৌদি আরবের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারা হজের জন্য রেজিস্ট্রেশনই করতে পারেননি।