শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ধেয়ে আসছে টাইফুন জেবি, ৬শ’ ফ্লাইট বাতিল
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

প্রশাসনের কপালে চিন্তার ভাজ বাড়িয়ে অতি শক্তিশালী টাইফুন জেবি ধেয়ে আসছে জাপানের দিকে। তার জেরে ভারী বৃষ্টি, বন্যা ও ধসের সতর্কতা জারি হয়েছে জাপান জুড়ে। উত্তাল হয়ে উঠবে সমুদ্র। স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের আবহাওয়া অফিস, পূর্ব ও পশ্চিম প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়ারও। ইতিমধ্যে জেবিকে শক্তিশালী টাইফুনের তকমা দিয়েছে জাপানের হাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরের দিকে এই মৌসুমের ২১তম টাইফুন আছড়ে পড়বে শিকোকু আইল্যান্ড অথবা কি পেনিনসুলাতে। ২৫ বছরে জাপানের বুকে আছড়ে পড়া টাইফুনের মধ্যে জেবিকে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে। তাই প্রশাসনের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার সি অফ জাপান থেকে জেবি প্রবেশ করবে দেশের ভূখণ্ডে। বুধবার (৫ সেপ্টেম্বর) সেটি সাইক্লোনে পরিণত হবে। এরপর শুরু হবে জেবির তাণ্ডব।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে হাইস্পিড ট্রেন ও সাব আরবান ট্রেন। ওসাকা-হিরোসিমা রুটের রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ওসাকা বিশ্ববিদ্যালয় এবং স্কুল ও কলেজ। বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মীদের বাড়িতে বসে কাজ করার পরামর্শ দিয়েছে। জুলাই মাসে একাধিক টাইফুন ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ২০০ মানুষের প্রাণহানি হয়।