সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ১৬ সেপ্টেম্বর রোববার সুনামগঞ্জ সফরে আসছেন। জেলা জাপার সম্মেলন ও দলের চেয়ারম্যানের এ সফর সামনে রেখে ঐক্যবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে কাজ করছেন স্থানীয় জাতীয় পার্টি সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
সম্মেলনে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন। আরো থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা। সফরে জাপা চেয়ারম্যানের সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলাতে যাওয়ার কথা রয়েছে।
এদিকে এরশাদকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাবেক রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রঙবেরঙের ফেস্টুন-ব্যানারে সাজানো হচ্ছে জেলা শহর ও বিশ্বম্ভরপুর।
জেলা জাতীয় পার্টির সম্মেলন হলেও এরশাদের সুনামগঞ্জ সফরকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর বুধবার জেলা জাপার আহবায়ক পীর ফজলুর রহমান মিসবাহ এমপির বাসভবনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতারা। তারা পল্লীবন্ধু এরশাদের সুনামগঞ্জ সফরকে স্মরণীয় করে রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং জেলা জাপার সম্মেলন সফল করতে নিজ নিজ ইউনিটের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখেন।