গোলাপগঞ্জ উপজেলার ১নং দক্ষিণ ভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবর্ণা ধর ও দিলীপ কুমার দাশকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর বুধবার সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্ব ও বিদ্যালয়ের শিক্ষক আফরোজা বেগম সুবির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মনসুর আহমদ আইয়ূব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথবন্ধু দাশ, সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী আলী হাছান শামীম, আব্দুল কাদির, আবদুস সোবহান প্রমুখ।
উল্লেখ্য, এই দুই শিক্ষককের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি হওয়ায় তাদের এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সুবর্ণা ধরের নতুন কর্মস্থল হলো কুড়িরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিলীপ কুমার দাশের নতুন কর্মস্থল মোড়ারকিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়।