বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে: গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। নতুন প্রজন্ম যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারে সেভাবে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। নতুন প্রজন্মকে সু-শিক্ষা ও একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলতে পারলে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে।

তিনি ২৬ আগস্ট রোববার বিকেল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সৈয়দা আদিবা হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমীক নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার গরীব মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে বছরের শুরুতেই বিনা মূল্যে সারা দেশে এক যুগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। শিক্ষার মান্নোয়নের জন্য সরকার বিভিন্ন স্থানে ডিগ্রী কলেজ গুলোতে অনার্স কোর্স চালু করেছে। এতে ঘরে ঘরে শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার এমন বৈপ্লবিক মান উন্নয়নে বাংলাদেশ পৃথিবীর একটি মডেল রাষ্ট্র হিসাবে নিজের পরিচয় তুলে ধরত পারছে।

শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠানে একাধিক নতুন ভবন নির্মিত হয়েছে। যেসব প্রতিষ্ঠান অবশিষ্ট রয়েছে সে গুলোতে খুব শীঘ্রই নতুন ভবন নির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শিক্ষামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ইউপি সদস্য তারেক আহমদ ও সিনিয়র শিক্ষক বিজয় কপালীর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের সিদ্দিকী, ম্যানেজিং কমিটির সদস্য শহির বক্স।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাবেল, লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আমুড়া ইউপি সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল গফফার কুটি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়য়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান আজম, উপজেলা যুবলীগ নেতা সুলেমান আহমদ প্রমুখ।

শিক্ষামন্ত্রী এদিন বিকেল সাড়ে ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে ১৭ মাদ্রাসার উন্নয়ন ও খেলাধুলা সামগ্রী ক্রয়ের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।