রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় লনি বেগম (৫২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ অক্টোবর রোববার সকালে উপজেলার সুজানগর ইউনিয়নের বাবনের চক গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত লনি বেগম উপজেলার বাবনের চক গ্রামের বাসিন্দা ও আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী মইজ উদ্দিন বলাইর স্ত্রী। স্বামীর দাবি লনি বেগম আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো লনি বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে মেয়ে জুনা বেগম বারান্দায় চালের কাঠের সাথে গলায় ওড়না পেছানো লুমা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘নিহতের স্বামী থানায় অপমৃত্যু মামলা করেছেন। তাঁর দাবি স্ত্রী লনি বেগম মানসিক রোগী। আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য গৃহবধূর পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।’