রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

চুনারুঘাটে মাটিচাপায় ২ নারীর মৃত্যু
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। ১৫ আগস্ট বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগান এলাকার পাহাড়ি টিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার খোকন মালের স্ত্রী আন্দিনী মাল (২২) ও একই এলাকার মঙ্গল সাঁওতালের স্ত্রী বিষকা সাঁওতাল (২৫)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল জানান, বুধবার দুপুরে ওই এলাকার বেশ কয়েকজন চা শ্রমিক মাটি সংগ্রহের জন্য পাহাড়ি টিলায় যান। টিলার নিচের দিক কেটে গর্ত করে মাটি নিচ্ছিলেন তারা।

এক পর্যায়ে টিলার উপরের দিকের মাটি ধসে তাদের গায়ের উপরে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ওই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন। রাতে নিহতদের অন্তষ্টিক্রিয়া শেষ হয়েছে।

ইউএনও ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।