শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধাদের র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৫ আগস্ট বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে পৌরশহরে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধারা। পরে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান আলতাফ হোসেন মাসুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমান্ডার আব্দুল হান্নান, ডেপুটি কমান্ডার আপ্তাব আলী, মুক্তিযোদ্ধা সুবেদার রিয়াজ উদ্দিন আহমদ, সুবেদার আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা ফনী চন্দ্র শীল, বিজয় ভূষণ দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রব, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।