
কেনবা নামক হাইস্কুলের হেডমাস্টার আবেল খায়ের আদম ইউনুস বলেছেন, প্রবল স্রোতের কারণে ভীত হয়ে শিক্ষার্থীরা নৌকার একপাশে জড়ো হলে সেটি ডুবে যায়।
তিনি আরো জানান, শিক্ষার্থীরা সাধারণত পায়ে হেঁটেই স্কুলে আসে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে বন্যা দেখা দেওয়ায় তারা একটি নৌকায় করে যাতায়াত করছিল।
খবরে বলা হয়েছে, বৃষ্টির কারণে ফোনের নেটওয়ার্ক কাজ না করায় দ্রুত পার্শ্ববর্তী কোনো শহরে সাহায্যের জন্য যোগাযোগও করা যায়নি। যতক্ষণে যোগাযোগ করা সম্ভব হয়েছে ততক্ষণে পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়েছে।