বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সুদানে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে ২৪ শিক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সুদানের উত্তরাঞ্চলে নীল নদের কাছে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে এক স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার সময় নৌকায় ৪০ জন শিক্ষার্থী ছিল। যাদের বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে। বুধবারের ওই ঘটনায় এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
কেনবা নামক হাইস্কুলের হেডমাস্টার আবেল খায়ের আদম ইউনুস বলেছেন, প্রবল স্রোতের কারণে ভীত হয়ে শিক্ষার্থীরা নৌকার একপাশে জড়ো হলে সেটি ডুবে যায়।
তিনি আরো জানান, শিক্ষার্থীরা সাধারণত পায়ে হেঁটেই স্কুলে আসে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে বন্যা দেখা দেওয়ায় তারা একটি নৌকায় করে যাতায়াত করছিল।
খবরে বলা হয়েছে, বৃষ্টির কারণে ফোনের নেটওয়ার্ক কাজ না করায় দ্রুত পার্শ্ববর্তী কোনো শহরে সাহায্যের জন্য যোগাযোগও করা যায়নি। যতক্ষণে যোগাযোগ করা সম্ভব হয়েছে ততক্ষণে পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়েছে।