নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ৮টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব ও সদস্য সচিব আব্দুল মালিক কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণামধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বর্ণি ইউনিয়নে আরিফুল হাসান আনোয়ারকে আহ্বায়ক ও সাহেদ আহমদকে সদস্য সচিব, নিজবাহাদুরপুর ইউনিয়নে খালেদ আহমদকে আহ্বায়ক ও হেমায়ত হোসেন হিরোকে সদস্য সচিব, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আদনান ওয়াহিদ মিশুকে আহ্বায়ক ও জুনেদ আহমদকে সদস্য সচিব, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে মো. উজির আহমদকে আহ্বায়ক ও মো. সরফ উদ্দিনকে সদস্য সচিব, বড়লেখা সদর ইউনিয়নে মো. আব্দুল লতিফকে আহ্বায়ক ও জুয়েল আহমদকে সদস্য সচিব, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও হাসিম আহমদকে সদস্য সচিব, সুজানগর ইউনিয়নে মো. হুসাইনকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে শেখ মো. ময়নুল ইসলামকে আহ্বায়ক ও আরিয়ান হাবিবকে সদস্য সচিব করা হয়েছে। ঘোষিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে স্ব স্ব ওয়ার্ডের কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।