ইতালিতে পালিয়ে যাওয়ার সময় সাভার থানা যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩ আগস্ট সেলিম মন্ডল তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে(২৫) অ্যাসিডে ঝলসে দিয়ে হত্যা করেন। পরে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ সেদিনই তার লাশ উপজেলার বায়রা ইউনিয়নের স্বরূপপুর গ্রাম থেকে উদ্ধার করে।
পরে ওই গৃহবধূর ভাই উজ্জ্বল হোসেন সেলিম মন্ডলকে প্রধান আসামি করে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সেলিম মন্ডল বেশ কয়েকদিন পালিয়ে থাকেন। পরে গত ২৮ আগস্ট উচ্চ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে অস্থায়ী জামিন দেন।
পরে মঙ্গলবার রাতে ইতালিতে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের হাতে তুলে দেয়।
এর আগে ২০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে সেলিম মন্ডলকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান, সেলিম মন্ডল নানা অপকর্মে জড়িত। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে তার বিচার দাবি করেছেন স্থানীয়রা। এছাড়া তার বিরুদ্ধে গত কয়েক দিন আগে বিরুলিয়ায় একটি গার্মেন্টস এ জোর করে জুট ব্যবসা দখল করারও অভিযোগ রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন সেলিম মন্ডলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।