২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে পারে বলেও জানান তিনি।
৫ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত কমিশনারদের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর এই সরকারে বিএনপির থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার ধারণা ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচন দিতে পারে।