রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, তাড়াহুড়া করে ইভিএম চাপিয়ে দেয়া যাবে না: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাড়াহুড়া করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাপিয়ে দেয়া যাবে না। এটা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হোক। আজ রোববার বিকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিমসটেক সম্মেলনে অংশ নেয়ার বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলন হলেও প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আসন্ন নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একজন স্বনামধন্য আইনজীবী বলেছেন আদৌ নির্বাচন হবে কিনা। আমার প্রশ্নটা হচ্ছে, তিনি আদৌ নির্বাচন চান কিনা? প্রধানমন্ত্রী বলেন, ইলেকশন ইনশাআল্লাহ হবে। ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। জনগণ যদি সাথে থাকে তাহলে ইলেকশন কেউ বানচাল করতে পারবে না এটা হলো বাস্তব।

তিনি বলেন, আমি চাই রাজনৈতিক জোট হোক, নির্বাচনে সবাই আসুক। কন্টেস্ট করুক। নতুন রাজনৈতিক জোটের বিষয়ে তিনি বলেন, তাদের সাধুবাদ জানাই, তারা কয়েকজন মিলে একটা জোট করেছে। তারা যে ঐক্য করেছে তা ভাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী নেপাল সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।