মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হাবীব-উন-নবী খান সোহেল আটক
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাকে আটক করে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, হাবীব-উন-নবী খান সোহলেকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু বলেন, একটি মিটিং থেকে ফেরার পথে গুলশান-২ এর গোল চত্বর থেকে সোহেলকে আটক করা হয়েছে।

সোহেলকে আটকের বিষয়টি অস্বীকার করেছে গুলশান থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বললেন, আমরা তাকে আটক করিনি।

তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সোহেলকে আটক করেছে পুলিশ।