মালয়েশিয়ায় ভেজাল মদ খেয়ে বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সুঙ্গাই বুলু, গোমবাক ও কাজাং হাসপাতালে ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গ্রান্ড রয়েল হুইসকি, কিংফিসার বিয়ার এবং মান্ডালি হুইসকি খেয়ে এদের মৃত্যু হয়। নিহতের মধ্যে নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন।
নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৩ জন।
পুলিশ ইতোমধ্যে মদ বিক্রি করার অপরাধে নেপাল ও মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে।