উন্মাদনাজাত
উর্বর চাঁদে খোঁজা সুহাসিনী মুখ
বাঁধ ভাঙা প্রেমের উচ্ছাস
দুর্বল ফাঁদে হারে বিশ্বাস
সময়ে করি বাস-
তবু সময়ই বিমুখ।
ফুলগোঁজা ভুল
কোন তলায় মধুবালা সুখ
কোথায় তার ফুলগোঁজা চুল
কারুকলার কোন অন্ধকারে
মাদকতায় বদ্ধ যত ভুল।
তোমার অনলে করি স্নান
রাধাকে ডেকে বলো সখা
আগুনে স্বর্গ নেমে এলো
অগ্নিস্নানেমত্ত সখিগণ
জলের পাপ জলেই ভাসালো-
আজ
সব দেনা হবে পরিত্রাণ
তোমার অনলে করি স্নান।
নৈবর্ত্তিক সাতার
দ্যাখো আমি তোমার মতো না
আদতে আমরা কেউ কারো মতো না
এই ‘না’ কে নৈবর্ত্তিক ধরে-
কবির সমালোচকরা চেয়ার পেতে বসেছে
ছিড়ে ছিড়ে দেখছে কাব্যের কুমারী শরীর
আর শুকে শুকে মাপছে এক একটি শ্লোকের সতিত্ব…
পরিমাপজীবীদের প্রেসক্লাবে তুমি কেন গ্যালে হে-
তোমার অনুযোগই তো এই চাষার ফলিত কলা।
এইবেলা অন্তত ভুল করো না-
আমি তোমার মতো না
তুমি-আমি কেউ এক না
আমরা আজন্ম কেউ কারো মতো না…
এসো পদ ভুলে নামি বোধের নোনা নদে…