বিকৃত মস্তিষ্কে কয়েক ছত্র
জাবের আহমেদ
মূর্খ আমি নির্বোধ আমি এই সমাজের কিট,
নিজের ইচ্ছায় ইতিহাস লিখে হয়ে যাই হিট।
আমার তালে ছন্দে নাচে কিছু পাগল সেয়েনা,
এই সুযোগে আমিও খুঁজি নতুন তালবাহানা।
নীতি বাক্য বলে বেড়াই নীতি আমার নাই,
আমায় নিয়ে কী ভাবল সমাজ সবটাই ছাই।
পরিবর্তন বলে বেড়াই, আর পরিবর্তন চাই
এই স্লোগানই শুধু আর কিছু না পাল্টাই।
দেখতে আমি মানুষ বটে কিন্তু মানুষ নই,
পশুর চেয়ে খারাপ কাজে বরাবর লিপ্ত রই।
জাবের আহমেদ
কাঠালতলী, বড়লেখা।