সিলেটের গোলাপগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮ টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ চৌমুহনীতে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
ছুরিকাঘাত আহত যুবকের নাম হৃদয় আহমদ (১৯)। হৃদয় উপজেলার পৌর এলাকার টিকরবাড়ীর সেলিম আহমদের পুত্র।
এ সময় প্রায় ২ ঘন্টা সিলেট-জকিগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ থাকার পর পরে প্রশাসনের সহযোগীতায় তা স্বাভাবিক হয়। এ ঘটনার পর গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করে। চৌমুহনীর প্রায় সবকটি দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অামিনুল ইসলাম রাবেলের গ্রুপের কর্মী সাবের আহমদ নয়নের সাথে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খানের গ্রুপের কর্মী হৃদয় আহমদের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিরসনে উদ্যোগ গ্রহণ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ের রাবেল গ্রুপের কর্মী পৌর এলাকার স্বরসতির গ্রামের সাবের আহমদ নয়ন উত্তেজিত হয়ে রুহিন গ্রুপের কর্মী হৃদয় আহমদকে ছুরিকাঘাত করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ও হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার আহমদ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।