হবিগঞ্জের বাহুবলে ছুরিকাঘাতে ওয়াহিদ মিয়া (৪০) মিয়া নামে একজন খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার পুটিজুরী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর সহোদর কাওসার মিয়া (২৫) ও আব্দুল আলী গুরুতর আহত।
নিহত ওয়াহিদ মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের আব্দুল্লাহ’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিজুরী বাজারের ফুটপাতের স্টলে শেওড়াতুলী গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে শাহনেওয়াজ আলম উপর্যুপরি ছুরিকাঘাত করে মীরেরপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া ও তাঁর সহোদর কাওসার মিয়াকে। এ সময় চা স্টল মালিক একই গ্রামের আব্দুল আলীও (৩৭) ছুরিকাহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং কাওসার ও আব্দুল আলীকে সিলেটে পাঠানো হয়।
এ ব্যাপারে স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, শাহনেওয়াজ আলম পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়ার ভাগিনা। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। শুনেছি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, ওয়াহিদ মিয়াকে সিলেট নেয়ার পথে মারা গেছেন। আহত কাওসার মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবস্থা আশঙ্কাজনক।