নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ৩২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দম্পতিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বড়লেখা পৌরসভার মহুবন্দ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মহুবন্দ এলাকার মৃত মতছিন আলীর ছেলে খলিলুর রহমান (৫৫) ও তার স্ত্রী সফিরুন নেছা (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তীর দিক নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান, এসআই মাসুদ পারভেজ, এসআই স্বপন কান্তি দাসসহ একদল পুলিশ বড়লেখা পৌরসভার মহুবন্দ এলাকায় অভিযান চালান। এসময় খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে খলিলুর রহমান ও তার স্ত্রী সফিরুন নেছাকে পুলিশ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিনই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) জানান, ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।