শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজার-২: এগিয়ে সুলতান মনসুর, শাহীনে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটর প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বিএনপি থেকে বিকল্প ধারায় যোগ দেওয়া সাবেক সাংসদ এমএম শাহীন। অন্যদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে করছেন ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর।

এ আসনটিতে গত ২২ বছরে জয় পায়নি আওয়ামী লীগ-বিএনপি। যদিও এ আসনে প্রতি নির্বাচনে চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর আওয়ামী লীগ-বিএনপির জোটের প্রার্থী থাকলেও নেই দলীয় প্রার্থী। অন্যদিকে দলীয় প্রতীকের চেয়ে এ আসনে সব সময় এগিয়ে থাকে প্রার্থীর জনপ্রিয়তা। ফলে এবার এ আসনে দলীয় কোনো প্রার্থী না থাকলেও ২২ বছর পর তাদের কোনো একটি প্রতীকের জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। অপর দিকে যে আসনে কখনো জয়ী হতে পারেনি ধানের শীষ সে আসনে ধানের শীষ নিয়ে শেষ হাসি হাসতে পারবেন কী সুলতান মনসুর? পারবেন কী অতীত ইতিহাস বদলে নতুন ইতিহাস গড়তে? তা জানতে আমাদেরকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:
মৌলভীবাজার-১: ঐক্যবদ্ধ আ’লীগ, সুবিধাজনক অবস্থায় স্বচ্ছ ইমেজের শাহাব উদ্দিন

মৌলভীবাজার-৩: জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর দলীয় কোন্দল

মৌলভীবাজার-৪: আ’লীগের দূর্গে নৌকার পালে হাওয়া এবং টাকার খেলা

সিলেট-৬: ঝুঁকির মধ্যে নুরুল ইসলাম নাহিদ

এদিকে গত সোমবার দৈনিক সমকালে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ‘সিলেট বিভাগের ১৯ আসনে জয়-পরাজয়ে যত ফ্যাক্টর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে মহাজোটের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। দুটি আসনে মহাজোটের প্রার্থী হারতে পারেন, দুটি আসনে মহাজোটের প্রার্থী ঝুঁকির মুখে। আর বাকি পাঁচটি আসনের ব্যাপারে জয়-পরাজয়ের কিছু ফ্যাক্টরের কথা উল্লেখ করা হলেও কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে-
মৌলভীবাজার-২ আসনে মহাজোট প্রার্থী বিকল্পধারার এম এম শাহীনের জয়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ হিসেবে বলা হয়- এ আসনে আওয়ামী লীগের সাবেক নেতা ও বর্তমানে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুরের অবস্থান শক্তিশালী। সিলেট জেলা আওয়ামী লীগ নেতা নওয়াব আলী আব্বাস উদ্দিন কী ভূমিকা পালন করে সেটিও দেখার বিষয়।

এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- মাহবুবুল আলম শামীম (লাঙল), হাফিজ মতিউর রহমান (হাতপাখা), মৌলানা আসলাম হোসাইন, প্রশান্ত দেব সানা (হাতুড়ী)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ১৬১ জন।