শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজার-৩: জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর দলীয় কোন্দল
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে বর্তমান এমপি প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সায়রা মহসিনের পরিবর্তে এবার নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। অন্যদিকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।

এ আসনটি একক কোনো দলের ঘাঁটি নয়। বিশেষ করে নব্বইয়ে পটপরিবর্তনের পর ১৫ ফেব্রুয়ারির নির্বাচনসহ গত ছয়টি জাতীয় নির্বাচনের তিনটিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিএনপি জয়লাভ করে। ফলে এ আসন নিয়ে ভোটারা বসেছেন নতুন হিসেবে-নিকেশে। তবে গত ১০ বছর ধরে আওয়ামী লীগের দখলে থাকা এ আসনি বিএনপির নাসের রহমান উদ্ধার করতে পারবেন, না-কি নতুন মুখ হিসেবে নেছার আহমদের হাত ধরে আওয়ামী লীগের ঘরেই থাকবে তা এখন দেখার বিষয়।

এদিকে আজ সোমবার দৈনিক সমকালে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ‘সিলেট বিভাগের ১৯ আসনে জয়-পরাজয়ে যত ফ্যাক্টর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে মহাজোটের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। দুটি আসনে মহাজোটের প্রার্থী হারতে পারেন, দুটি আসনে মহাজোটের প্রার্থী ঝুঁকির মুখে। আর বাকি পাঁচটি আসনের ব্যাপারে জয়-পরাজয়ের কিছু ফ্যাক্টরের কথা উল্লেখ করা হলেও কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে-
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নেছার আহমেদ। এ আসনে তীব্র প্রতিযোগিতা হবে। এখানে দলীয় কোন্দল বেশি। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান এ আসনে বিএনপি প্রার্থী শক্তিশালী প্রার্থী। আসনটিতে আওয়ামী লীগ দলীয় এমপি সৈয়দা সায়রা মহসিনের ভূমিকা জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হতে পারে।

এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- লুৎফুর রহমান কামালী (রিকশা), মঈনুর রহমান মগনু (মই), মো. আসলম (হাতপাখা)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ২৬৮ জন।