রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

দক্ষিণ আফ্রিকায় আগুনে দুই ভাইসহ ৪ বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক



বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় মুদির দোকানে আগুন লেগে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। ২০ অক্টোবর দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, ভোর ২টায় তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লাগার পর বের হতে পারেনি। সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি।