রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে শ্রমিক সমাবেশ, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সিলেটে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কার সহ ৮ দফা দাবি ২৭ অক্টোবরের মধ্যে না মানলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বিভাগীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৪৮ ঘন্টার ধর্মঘটে দাবি আদায় না হলে, ৯৬ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে। তাতেও দাবি আদায় না হলে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হবে।

শুরুতে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা ২৮ ও ২৯ অক্টোবর দুইদিন ব্যাপী পরিবহন ধর্মঘট আহবানের ইঙ্গিত দেন।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাদিকুর রহমান হিরু।

সমাবেশের বিভাগীয় শ্রমিক সমাবেশে সকল উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।