শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কমলগঞ্জে ট্রাকচাপায় নিহত তরুণী কুলাউড়ার চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যা মামলার প্রধান আসামি
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় নিহত আফিয়া বেগম (১৯) কুলাউড়ার চাঞ্চল্যকর স্কুলছাত্রী লাভনী হত্যা মামলার প্রধান আসামি।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কমলগঞ্জ-শমসেরনগর সড়কের ইটখলা এলাকায় কুলাউড়াগামী পান বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট- ১১-১৮৩০) আফিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহত আফিয়া কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কলকির পাড় গ্রামের তজমুল আলী তজুর মেয়ে।

পুলিশ জানায়, প্রায় ৭-৮ বছর পূর্বে হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী লাভলী আক্তারের গলায় স্বর্ণের চেইন নিতে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আফিয়াকে আটক করার পর খুনের ঘটনা স্বীকার করে। পরে তাকে প্রধান আসামি করে জেল হাজতে পাঠানো হয়। কিন্তু তাঁর বয়স কম হওয়ায় পরে আদালত তাকে জামিন দেন। তারপর থেকে আফিয়া পলাতক ছিলেন বলে জানা গেছে।

আফিয়ার বাবা জানান, অনেক আগে থেকে ফেরারি হয় আফিয়া। মেয়েটির সন্ধান পেলাম তখন সে আর বেঁচে নেই।