শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান, সিলেটে বিএনপির সভা ‘স্থগিত’
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় সিলেটে সভা করতে পারেনি মহানগর বিএনপি। ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যজোটের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রস্তুতি সভার আয়োজন করেছিলো সিলেট মহানগর বিএনপি।

জানা যায়, ঐক্যজোটের ওই সমাবেশের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। নগরীর ভাতালিয়া এলাকায় বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে বিকেল থেকে ওই কার্যালয়ের সড়কের দুই পাশে দুটি ভ্যান নিয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আগামী ২৩ অক্টোবর বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশেরও অনুমতি না দেওয়ার কথা জানায় পুলিশ।

সড়কে পুলিশ অবস্থান নেওয়ায় খবর পেয়ে বিএনপি নেতাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয়। ফলে সভায় যোগ দিতে কার্যালয়ে যাননি কেউ। অনেকে সড়ক থেকেই ফিরে আসেন।

সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় আমরা সভাটি স্থগিত করেছি। ফোনে নেতাদের আসতে না করেছি। তারপরও অনেকে এসেছিলেন। তাদের কার্যালয়ে ঢুকতে পুলিশ বাধা দিয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নাশকতার খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছিলো। তবে বিএনপির কার্যালয়ে যেতে কাউকে বাধা দেওয়া হয়নি বলে জানান তিনি।