রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের দক্ষিণ সুরমায় আগুনে পুড়লো ২৫ ঘর, সব হারিয়ে খোলা আকাশের নিচে আর্তনাদ
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের দক্ষিণ সুরমায় আগুনে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৭ অক্টোবর বুধবার রাত সোয়া ৮টার দিকে মোমিনখলা জামে মসজিদের পাশে খলিল মিয়া ও মুন্না মিয়ার কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘরগুলোর শতাধিক নিরন্ন মানুষজন নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আর্তনাদ করছেন।

খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী সিলেট মহানগর কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক সুহেল তালুকদার জানান, আগুনে মোমিনখলার খলিল মিয়া ও মুন্না মিয়ার মালিকানাধীন কলোনির ২৫ থেকে ৩০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

দক্ষিণ সুরমা দমকল বাহিনীর তোফাজ্জল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।