বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় বড়লেখার সাবেক ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

বিয়ানীবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফখর উদ্দিন (৭০) নামে বড়লেখা উপজেলার সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। ১৭ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে উপজেলার জলঢুপ-কানলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখর উদ্দিন বড়লেখার উপজেলার মুড়াউল গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলার জলঢুপ-কানলী সড়কের দক্ষিণ পাড়িয়া বহরের বড়বাড়ি এলাকায় এক বৃদ্ধের মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, মোটরসাইকেল আরোহী ফখর উদ্দিন বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি শাহবাজপুরডটকম’কে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।