শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। ১৪ অক্টোবর রোববার দুপুরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এরা সবাই অবৈধভাবে দিঘী দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। নিজেদের স্থাপনা সরিয়ে নিতে দুই মাস ধরে নোটিশ দেয় সিটি করপোরেশন। তারা তাতে পাত্তা দেয়নি। ফলে বাধ্য হয়েই অভিযান চালাতে হয়।

তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ধোপাদিঘীকে খননসহ সৌন্দর্যবর্ধনে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওয়াকওয়েসহ দিঘীর মাঝখানে একটি ভাসমান রেস্টুরেন্ট নির্মাণও এই প্রকল্পের আওতায় রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ বুঝে নিয়েছে। এখন জায়গাটি দখলমুক্ত করে দিলে পুরোদমে কাজ শুরু হবে।

উল্লেখ, মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে থাকার সময় তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে এ প্রকল্পটির অনুমোদন হয়েছিল।