সিলেটের জৈন্তাপুর ও ওসমানীনগরে এক নববধূসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ এক নববধূর লাশ জৈন্তাপুরে পুকুর থেকে এবং ওসমানীনগরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের পুকুর থেকে রিনা বেগম (১৮) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহত রিনা কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জী সুরইঘাট গ্রামের রফিক উদ্দিনের মেয়ে।
স্বামী বিলাল উদ্দিনের সাথে পশ্চিম ঠাকুরেরমাটি গ্রামে নুরুল ইসলামের বাড়িতে ৪/৫ দিন আগে তিনি বেড়াতে এসেছিলেন। রিনার নিখোঁজের সংবাদ জানার পর বৃহস্পতিবার খোঁজাখুঁজি করে বেলা দেড়টার দিকে নুরুল ইসলামের বাড়ির পুকুরে রিনার লাশের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি মাইনুল জাকির বলেন, লাশ দেখে এটা হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বিলাল উদ্দিনকে আটক করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে অজ্ঞাত ব্যক্তিকে ফেলে দেয়া হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার অফিসার ওসি আলী মাহমুদ বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।