শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেট বিএনপির বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে ও রায় বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচী করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ৩টার সময় ঐতিহাসিক সিলেট রেজিস্টারি মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসুচী সফলের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বিক্ষোভ সফলের আহ্বান জানান।