মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীতে ১০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পগুলোর উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- উপজেলার কৃষ্ণনগর-বাছিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একতলা ভবন, নয়াগ্রাম-শিমুলতলা দাখিল মাদ্রাসা ও জাঙ্গিরাই দাখিল মাদ্রাসায় চারতলা বিশিষ্ট পৃথক দু’টি ভবন ও নয়াগ্রামে একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজগুলো বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে হুইপের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান গোলশান আলা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রনজিতা শর্মা প্রমুখ।