রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশিষ্ট আইনজীবি গোপাল দত্ত, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, হুইপের একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, ঠিকাদার জালাল আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুয়াইব আলী প্রমুখ।