সিলেটের জৈন্তাপুর উপজেলায় ক্রেতা সেজে অভিনব কায়দায় ২০টি অতিথি পাখিসহ ২ পাখি বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরবস্ত বাজারের ত্রিমুখীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ ক্রেতা সেজে পাখি ক্রয় করতে যান দর কষাকষির একপর্যায়ে হাজির হন একটু দূরে অবস্থান করা অভিযান পরিচালনাকারী দলের অন্য সদস্যরা। এ সময় তারা হাতেনাতে ২০টি অতিথি পাখিসহ দুই জন বিক্রেতাকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মৃত রজব আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫) ও একই ইউনিয়নের তেলিজুরী গ্রামের আলী আহমদের ছেলে আলা উদ্দিন (৩৫)।
পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ শিকার করায় জালাল উদ্দিনকে নগদ দুই হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং আলা উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।