বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সমাজসেবী সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসাইনের প্রবাস গমন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদনগর রাতিরপুল বাজার এলাকায় বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সহযোগিতায় ক্যাম্পেইনে বিনামূল্যে প্রায় ৩০০জন নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সমাজসেবক মুজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন জয়নুল, সাংবাদিক সুলতান আহমদ খলিল, তপন কুমার দাস, যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সংগঠনের উপদেষ্টা আব্দুল হামিদ তাজুল, কবির হোসেন প্রমুখ।