রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ওয়ার্ড উপ-নির্বাচনে হিফজুর বিজয়ী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে সদস্যপদে উপ-নির্বাচনে ফুটবল প্রতিকে ৪০৩ ভোট পেয়ে হিফজুর রহমান মান্না বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামুন আহমদ মোরগ প্রতীকে পেয়েছেন ২২১ ভোট।

৩ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এ ওয়ার্ডে ১২৮২ জন ভোটারের মধ্যে ৮৯৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল করা হয়।

প্রসঙ্গত, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আপ্তাব উদ্দিন চলতি বছরের ৩০ জুন মারা যাওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়।