রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারে ২ শিবির নেতা গ্রেফতার
বিশেষ সংবাদদাতা

বিশেষ সংবাদদাতা



বিজ্ঞাপন

বিয়ানীবাজার উপজেলায় ২ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৌরসভার পৃথক এলাকায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার কামিল মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্র শিবিরের সাবেক নেতা মিজানুর রহমানকে পৌরসভার সুপাতলা এবং বিয়ানীবাজার পৌর ছাত্র শিবিরের সভাপতি রাসেল আহমদকে পৌরসভার শ্রীধরা এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, গ্রেফতারকৃতরা থানার একাধিক মামলার আসামি। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তাদের গ্রেফতার করতে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছি। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।