বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে গৃহকর্তা আটক
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ইলিয়াস আলী তালুকদার (৪৫) নামে এক গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল ২১ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার ব্রাহ্মনবাজার মধ্য হিংগাজিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ইলিয়াস আলী তালুকদার উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের মধ্য হিংগাজিয়া গ্রামের মৃত আশিদ আলী তালুকদারের পুত্র।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কনা (১৫, ছদ্ম নাম) দীর্ঘদিন যাবত অভিযুক্তের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিলো। এই সুযোগে গৃহকর্তা একাধিকবার মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি গত বুধবার গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে যায় এবং শুক্রবার থানায় অভিযোগ দায়ের করে। ঐদিনই পুলিশ অভিযুক্ত গৃহকর্তা ইলিয়াস আলী তালুকদারকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই মাসুদ জানান, ভিকটিমের ফরেনসিক টেস্টের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।