বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় থানায় ঢুকে পুলিশকে লাঞ্ছিত, শ্রমিক লীগ নেতা কারাগারে
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়া থানায় ঢুকে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা শ্রমিক লীগের নেতা আতাউর রহমান চৌধুরী সোহেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৩ আগস্ট রাতে কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াসিমের দায়ের করা পুলিশ এসল্ট মামলায় সোহেলকে গ্রেফতার করা হয়।

১৪ আগস্ট মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সোহেল কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর গ্রামের মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমানে শ্রমিক লীগের একাংশের নেতা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা।

পুলিশ সূত্রে জানা যায়, আতাউর রহমান চৌধুরী সোহেল সোমবার রাতে থানায় এক আসামিকে দেখতে এসে দায়িত্বরত পুলিশের কাজে বাধা দেন। এসময় তিনি আলবাব হোসেন নামে এক পুলিশ সদস্যসের ইউনির্ফমের কলার চেপে ধরে লাঞ্ছিত করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা (মামলা নং-১৭) রুজু করা হয়েছে।