শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জের লাখাইয়ে খামারি খুন
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের লাখাই উপজেলায় কাদির মিয়া নামে এক খামারির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার খালিউড়ি হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত কাদির মিয়া উপজেলার হুসেনপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার করাব ইউনিয়নের হুসেনপুর গ্রামের কাদির মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় হাঁসের খামার করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি খামার করা নিয়ে তার সঙ্গে একই গ্রামের সফিক মিয়া ও ফরিদ মিয়ার বিরোধ দেখা দেয়।

সোমবার রাতে গ্রামের পাশে খালিউড়ি হাওরে নিজের খামারে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন কাদির মিয়া। খামার থেকে কিছু দূরে তার ভাই সফু মিয়া তার খামারে ঘুমান।

গভীর রাতে ২০-২৫ জনের একটি দল খামারে হানা দিয়ে প্রথমে সফু মিয়া ও নাদির হোসনকে বেঁধে মারপিট করে। পরে তারা কাদির মিয়ার খামারে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তিনি দৌঁড়ে ভাইয়ের খামারের কাছে এসে লুটিয়ে পড়ে চিৎকার করেন। এক পর্যায়ে তিনি মারা যান।

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, রাস্তা ও হাঁসের খামার করা নিয়ে তাদের মাঝে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এর জের ধরেই হয়তো হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।