আরব আমিরাতের দুবাইয়ে মৌলভীবাজারের প্রবাসী জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ আগস্ট সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে এসোসিয়েশনের আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুস সহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দুবাই সফরত বড়লেখা নারী শিক্ষা অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুল, বেলাল উদ্দিন, বাদশা মিয়া, প্রবাসী বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি মুজিবুর রহমান।